শনিবার ১৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Three arrested for running chit fund in Murshidabad and Birbhum gnr

রাজ্য | মুর্শিদাবাদ ও বীরভূমে চিটফান্ড চক্রের হদিস, রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার ৩ 

AD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বীরভূম জেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে ভুল বুঝিয়ে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়া। এর পাশাপাশি দ্রুত লোন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ বারাসতের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যক্তিদের নাম অশোক কুমার সিং, গোপাল মন্ডল এবং সাগর গাজী। তিনজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা বারাসাত-দত্তপুকুর থানা এলাকায়। 

জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা চিটফান্ড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বহু মানুষ  সর্বস্বান্ত হয়েছেন। তারপর সরকারের তরফ থেকে বারবার  চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ নিয়ে মানুষকে সাবধান করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কম সময়ে বেশি টাকা উপার্জনের আশায় কিছু মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন। 
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা 'এ সাগর ফিনান্স কোম্পানি' নামে একটি সংস্থা খুলে বসে প্রতারণা চালাচ্ছিলেন। ধৃতেরা মুর্শিদাবাদ ও বীরভূমের প্রত্যন্ত গ্রামে ঘুরে মূলত মহিলাদেরকে ভুল বুঝিয়ে 'এম-পকেট' নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার নাম করে ভুরি ভুরি টাকা আত্মসাৎ করেছেন। 

খড়গ্রাম থানার এক আধিকারিক বলেন, ওই সংস্থায় টাকা বিনিয়োগ করে ফেরত না পেয়ে গত ১২ তারিখে এক ব্যক্তি পুলিশে অভিযোগ করেন। এরপরই তদন্তকারীরা জানতে পারেন ওই কোম্পানির এজেন্টরা খড়গ্রাম থানা এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের কাছ থেকে লোন করে দেওয়ার নাম করে বিপুল টাকা আত্মসাৎ করেছে।  ওই আধিকারিক জানান, এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করি। ধৃতদের হেফাজত থেকে ওই কোম্পানির প্রচুর 'ভুয়ো' নথি এবং ইলেকট্রনিক ডিভাইস আটক করা হয়। 

ধৃত তিনজনকে জেরা করে পুলিশ তারাপীঠ থানা এলাকার একটি হোটেল-সহ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩০টি সিমকার্ড, বেশ কিছু ট্রেনের টিকিট, কয়েকটি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, কয়েকটি মোবাইল ফোন, ট্যাব-সহ আরও অনেক নথি। চিটফান্ডের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।


#ChitFund#ChitFundScam#Murshidabad#Birbhum



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অতর্কিতে ঢুকে স্বাস্থ্যকর্মীর গলায় কোপ, হইহই কাণ্ড হাসপাতালজুড়ে...

ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা...

গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...

কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25